- তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের তৎপরতাই অবৈধ কারেন্ট জাল প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন।
বুধবার (১৩ই আগস্ট) বিকালে পৌরসভার খড়িয়া নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল, কড়া চাল এবং চায়না দোয়ারি চাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় সাথে ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় এবং মা মাছ সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান নিয়মিতভাবে চলবে।” অভিযানকালে স্থানীয়দের মাঝে কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব ও আইনগত শাস্তি সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালানো হয়।