Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম- ইউএনও সীমা

প্রতিবেদক
Editor
আগস্ট ৭, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর উপজেলারে বুধবার (৬ আগস্ট) সকালে ঐতিহাসিক পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা যারা আজ এখানে উপস্থিত আছো, তোমরা প্রত্যেকেই এক একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের মধ্যে লুকিয়ে আছে অসীম মেধা ও সৃজনশীলতা। এই মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তোমরা একদিন দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। শিক্ষা মানুষের জীবনে অপরিহার্য। শিক্ষা মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা দেয়, যা তাকে জীবনে সফল হতে সাহায্য করে। তাই, শিক্ষার প্রতি সবসময় শ্রদ্ধাশীল হতে হবে এবং জ্ঞানার্জনে ব্রতী হতে হবে। তার পাশাপাশি জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। একটি লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী পরিশ্রম করলে সফলতা অর্জন করা সম্ভব। তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হও। এছাড়াও শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করাও জরুরি। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে, মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জীবনে এগিয়ে যেতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত।প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে আরও মূল্যবান করে তুলতে হবে। জীবনে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, সহযোগিতা করা ও সহমর্মিতা প্রদর্শন করা উচিত। এবং কি অন্যের দুঃখ কষ্টে এগিয়ে আসা সহ তাদের পাশে দাঁড়ানো মানবিকতার পরিচায়ক। তোমরা সুশিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করো, এই শুভকামনা রইল।” পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করে শ্রেণিকক্ষে তিনি বক্তব্য রাখেন নারীর অধিকার, ইভটিজিং, বাল্য বিয়ে, গণমাধ্যম ফেসবুক ও ইন্টারনেট সহ মাদক ও কিশোর গ্যাং বিষয়ে সুফল ও কুফল নিয়ে।
পুরো অনুষ্ঠান জুড়ে সাথে ছিলেন, উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ূব আলী, স্কুলের সভাপতি সানোয়ার হোসেন খান, সদস্য জুয়েল মিয়া, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, অত্র ওয়ার্ড মেম্বার, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক, সংবাদকর্মী তপু রায়হান রাব্বি সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।