কুষ্টিয়া প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক অধিকার পরিষদ কুষ্টিয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, বরি বর্তার সম্পাদক ডাঃ গোলাম মাওলা, দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীকক, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দৈনিক সত্যখবর প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু, দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক সমকাল ও ডিবিসি’র জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও সাংবাদিক অধিকার পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান তিতাস, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদ, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরিফ উদ্দিন, এনটিভি অনলাইনের কুষ্টিয়া সদর ও ভেড়ামারা প্রতিনিধি বিদ্যুৎ খন্দোকার, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ.এইচ.এম আরিফ, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটনউজ্জামান, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক, দৈনিক খবরওয়ালা প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল কাদের, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, এস এ টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানা, দৈনিক দিনের খবরের প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক প্রতিজ্ঞার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, সাংবাদিক অধিকার পরিষদের সদস্য সচিব শরিফ উদ্দিন, দৈনিক কৃষিকন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, ঢাকা পোষ্টের জেলা প্রত্রিনিধি রাজু আহমেদ, ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি আনিস মন্ডল, দৈনিক সকাল বেলা পত্রিকার জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক সময়ের কাগজের বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টু, দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি চয়ন আহমেদ এবং দৈনিক খবরওয়ালা পত্রিকার নির্বাহী সম্পাদক আমিন হাসান সহ কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যম কর্মি।
মানববন্ধনে সাংবাদিক নেতারা দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যার বিচার দাবি সহ বাকি আসামী দ্রুত গ্রেফতারের দাবি জনান।
উল্লেখ্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
এখন পর্যন্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আজ শনিবার মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।