গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাজ্জাদুল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার (১ জুলাই/২৫) রাত ৯টা ৩০ মিনিটে ঐক্য ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও এম সাজ্জাদুল হাসান। সভাপতিত্ব করেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা এবং সঞ্চালনায় করেন সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য আরিফ আহম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির এবং সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হুদা লিটন। তাঁরা ইউএনও সাজ্জাদুল হাসানের গৌরীপুরে দায়িত্ব পালনকালীন সময়ের আন্তরিকতা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. রায়হান উদ্দিন সরকার, মতিউর রহমান খান, হুমায়ুন কবির সুমন, মোখলেচুর রহমান, জি. এম. ফজলুর রহমান মোস্তফা, সুপক উকিল, আব্দুর রউফ দুদু, শামীম আলভী, হলি সিয়াম শ্রাবণ, শামীম আনোয়ার, জুবায়ের হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, “গৌরীপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি এখানকার মানুষের আন্তরিকতা কখনো ভুলবো না।” তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
অনুষ্ঠান শেষে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ইউএনও-কে একটি সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- [email protected]