স্টাফ রিপোর্টার :
জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আজিজুল হক (৩০) নামে স্থানীয় এক ব্যাক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক (৫০) গংদের বিরুদ্ধে। এসময় দু'পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হয়েছেন।গত (১১ জুন/২৫) দুপুর আনুমানিক ১ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের খোদ কালিহর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আজিজুল হক এ ঘটনায় জড়িতদেরকে বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।
আজিজুল হক জানান- প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে পূর্ব থেকে তার জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ১১ জুন আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে ভাংচুর- লুটপাট করা হয়। এ হামলায় তিনিসহ তার দুই ভাই ও এক বোন রক্তাক্ত জখম হয়েছেন। প্রতিপক্ষের হামলায় তার মোট ৩ লক্ষ ৮৫ হাজার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি গৌরীপুর থানায় মামলা করেছেন। এ বিষয়ে আব্দুর রাজ্জাক (৫০) জানান- আমাদের ঘর ভাংচুর করছে প্রতিপক্ষ আজিজুল হক গংরা। আমরা মানুষ আহত হইছি,এইডা তারা বাচার জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। আমরা ক্যাশের টাকা নেই নাই তাদের কোন ক্ষয়ক্ষতি করি নাই। যেহেতু কিছু করছে তারাই করছে। আমরা তিন জন আহত হইছে মেলাই আহত হইছে ময়মনসিংহ হাসপাতালে তিন জন এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।তারা কাগজ পএে বিআরএস তারা কয়(বলে) বিআরএস হইছে কিন্তু আমরা কইতাছি তুমরা জমির দলিল দেখাও,বিআরএস বাপ দাদার জমি তুমরা বিআরএস ভুল হইতারে (হতেপারে) তুমরা সঠিক দলিল দেখাইবা আমরা জমি দিয়াদিব।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান- এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে মামলা তদন্তাধীন আছে,তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- [email protected]