আবদুল কাদির :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর (২২) হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (১৬ জুন/২৫) গৌরীপুর থানায় মামলা হয়েছে। পুত্র হত্যার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন নিহতের বাবা খাইয়ুম মিয়া (কাইয়ুম)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম। তিনি জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে। তাদেরকে গ্রেফতারের জন্য টেকনিক্যাল সহযোগিতাও নেয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন/২৫) বিকেল ৬টার দিকে হুমায়ুন কবির (২২) নিজ গ্রাম সোনাকান্দি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে মো. মেহেদী হাসান টুটুলের বাড়ি সামনে যেতেই আসামী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ (টিপ ছুড়ি) ছুড়ি দিয়ে ছুরিকাঘাত করে। এ ঘটনায় সোনাকান্দি গ্রামের মো. আব্দুল কদ্দুছের পুত্র মো. বাদল মিয়া ওরফে তোতা মিয়া (২১) কে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও একই গ্রামের মো. শামছুর হকের পুত্র মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু (২২) সহ ১১জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করা হয়েছে।
সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন রতন জানান, হুমায়ুন কবীর ও সোহাগ মিয়া বাড়ি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে রানা ও বাদল ওর পথরোধ করে। এ সময় হুমায়ুন দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে গেলে ছুরিকাঘাত করে। তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনাকান্দি গ্রামের সোহাগ মিয়া জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে পানের ১০টাকা বিল নিয়ে রানা ও বাদলের সাথে ঝগড়া হয়। এ সময় হুমায়ুন সেই ঝগড়া মিটিয়ে ১০টাকা পরিশোধ করে দিয়ে আসে। এতে ওরা হুমায়ুনের উপর ক্ষিপ্ত হয়। অপর একটি সূত্র জানায়, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে হুমায়ুন কবীর স্বোচ্চার ছিলো। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতো। সেই ঘটনার জের ধরেই মূলত থাকে হত্যা করা হয়েছে।
শনিবার হুমায়ুনের জানাযায় হাজারো মানুষের সমাগম ঘটে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
অপরদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে ময়মনসিংহ রোববার বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা ছাত্রদলও অনুরূপ কর্মসূচী পালন করে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- [email protected]