নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ ২০২৫, সিজন ১-এর উদ্বোধন হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় সৃষ্টি সংঘ মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী।
এ সময় তিনি নিজে ব্যাটিং করে লিগের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গুণীজন, খেলোয়াড়, দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের শুরুতে এক মনোমুগ্ধকর পরিবেশে খেলোয়াড়দের মুখে হাসি ও উচ্ছ্বাস দেখা যায়।
উদ্বোধক হিসাবে ছিলেন মাহমুদুল আলম মনির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) লাবিব গ্রুপ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহকারী কমিশনার ভুমি নাজমুস সামা, সখিপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ৷ আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: মনসুর আহমেদ।
লিগে অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে। সখিপুরের জনগণ আশা করছেন এই প্রতিযোগিতা তাদের এলাকার ক্রীড়াক্ষেত্রে একটি নতুন উদ্যম নিয়ে আসবে এবং ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক লিগের জন্ম দিবে।
লিগটির আয়োজকরা জানিয়েছেন, এই লিগের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলা ও শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা তাদের মূল লক্ষ্য।
উদ্বোধন খেলায় অংশ নেয় কাচাঁবাজার কিংস ও রেভেল রাইডার্স। ম্যাচ রেফরি হিসাবে দ্বায়িত্ব পালন করেন জনাব মাহবুব খান, আম্পায়ার হিসাবে ছিলেন জনি এবং রুপা।