Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রতিবেদক
Editor
মার্চ ১৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭মার্চ)গৌরীপুর হারুন পার্কে ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার আমির ডা. আব্দুর নুরের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলা আবু ইউসুফ,গৌরীপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এড. সৈয়দ গোলাম সারোয়ার, ডৌহাখলা ইউনিয়নের আমির মাওলা ফজলুল হক, গৌরীপুর সদর ইউনিয়নের সভাপতি মাওলা শরিফুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের সভাপতি আল-মামুন ফকির, নেত্রকোনার পৌর শাখার কর্ম পরিষদ সদস্য মো. কামরুল হাসান,গণমাধ্যম কর্মী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।