Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিবেদক
Dhaka Office
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা জামায়াতে ইসলামীর‌ উদ্যোগে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ঐতিহাসিক গণময়দানে জমায়েত শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটরসাইকেল শোডাউন শিমলা বাজারসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে আরামনগর বাজার জি.কে প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী,কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম, পজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মনির হোসেন।