Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
Editor
নভেম্বর ১৫, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাঠী বাজারে,ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ৩ নং দলপা ইউনিয়ন জাসাস। শুক্রবার সন্ধ্যায় জাসাস,কেন্দুয়া উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান হেবলু(মেম্বার) এর সভাপতিত্বে ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস,কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া (হাবুল)।
প্রধান বক্তা ছিলেন নেত্রকোনা জেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্যে নেত্রকোনা জেলা তাতীদলের সম্মানিত-সদস্য আবু বক্কর সিদ্দিক সাদেক বলেন,
৭ নভেম্বর পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসাস,কেন্দুয়া উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাদ্দাম আলম তন্ময়, ৩নং দলপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রুবেল, জাতীয়তাবাদী সমবায়দল নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম, দলপা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হেনা রুয়েল, যুবদল নেতা শাকিব মিয়া, ছাত্রদল নেতা মোঃ মামুন মিয়া প্রমূখ।প্রধান বক্তা সোহরাব মাষ্টার বলেন, এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।