Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৩, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ৫ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত কার্যালয় আদেশে এই পদায়ন করা হয়। এতে বলা হয়েছে, ডেমরা থানায় মো. নাজমুল হোসাইন, শেরেবাংলা নগর থানায় মোহাম্মদ গোলাম আজম, মতিঝিল থানায় মেজবাহ উদ্দিন, কাফরুল থানায় মো. তৈয়বুর রহমান এবং কোতয়ালি থানায় মো. রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে।

এছাড়া পরিদর্শক ইলিয়াস হোসেন, মোজাম্মেল হক ও কাজী গোলাম মোস্তফাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মো. মহিউল ইসলাম ও মু. এনামুল হাসানকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।