বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের এক চিঠি ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হচ্ছে। সাবেক এমপিসহ ৬৫ জনকে ভূয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে দেওয়া এক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
জানা যায়, ইমাম উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা ওই অভিযোগটি দায়ের করেছেন। তার গেজেট নং ২৪৩২, পরিচিতি নং- ০১৬১০০০৪৫৫০ লাল মুক্তিবার্তা- ১১৫০২০০৯৬, ভারতীয় তালিকা নং- ৯৮৩৪। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ অক্টোব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত একটি চিঠিতে অভিযোগের বিষয়টি সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে যাচাই-বাছায়ের দায়িত্ব দেন। পরে সোমবার (১১ নভেম্বর) সেই ৬৫ জনের বক্তব্য গ্রহণ করেন।
অভিযোগকারী মুক্তিযুদ্ধা ইমাম উদ্দিন জানান, এ উপজেলায় প্রায় ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তারা রাষ্ট্রের সাথে প্রতারনা করে ভুয়া কাগজ পত্র দিয়ে এবং রাজনৈতিক প্রভাব কাটিয়ে জামুকার মাধ্যমে গেজেট ভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এতে সাধারণ মানুষদের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় তহবিল হতে টাকা অপচয় হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে যাচাই-বাছায়ে তারা কেউ “খ” তালিকা ভুক্ত আবার কেউ “গ” তালিকা ভুক্ত। তাদের বিরুদ্ধে বহুবার অভিযোগ দেওয়া সত্ত্বেও জামুকা ও মন্ত্রণালয়ের অসাধু কর্মচারীদের সংযোগিতায় পার পেয়ে যায়।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ইতিমধ্যে তাদের যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ৬৫ জনের একটি তালিকা পেয়েছি। সেই তালিকা পাওয়ার পর সবাইকে নোটিশ করা হয়েছে। সোমবার সকাল থেকে তাদের যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে।