ষ্টাফ রিপোর্টার: শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে গতকাল রোববার রাজধানীতে ছিল ব্যাপক উত্তেজনা। এই কর্মসূচি প্রতিরোধে গণজমায়েত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবির পালন করে অবস্থান কর্মসূচি।
ছাত্র-জনতার প্রতিরোধের পরও গতকাল রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৪টায় গুলিস্তান বিআরটিসি বাস টার্মিনাল থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীর আরেকটি মিছিল শুরু হয়ে নূর হোসেন চত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে। এ সময় শতাধিক নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে তাদের ধাওয়া করে এক দল যুবক। একই সময় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া ও মারধর করেন। এ ছাড়া মিরপুর ও যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন।