Durnitibarta.com
ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তেলিখালী দিবস উপলক্ষে স্মৃতিচারণ সভা

প্রতিবেদক
Editor
নভেম্বর ৪, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে।রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভ‚বনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামে তেলিখালী যুদ্ধে নিহত শহীদদের জন্য নির্মিত স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ, মহান শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে এ উপলক্ষ্যে আচকিপাড়া আদিবাসী নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। অনুষ্টানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা জান্নাত। এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবজাল খান, যুবদলের আহŸায়ক সাজ্জাদ হোসেন খান হিরা সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ। অতিথিরা তাদের বক্তেব্যে ১৯৭১ সালের আজকের এই দিনের স্মৃতিচারণ করেন। এসময় বৃহত্তর ময়মনসিংহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানরা এতে অংশ নেন। এসময় এক মিলন মেলায় পরিণত হয়।
১৯৭১ সালের ৩রা নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী এক সম্মুখযুদ্ধে লিপ্ত হয়।
পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে নিহত করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।