Durnitibarta.com
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ রেঞ্জে পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ কার্যক্রম চলমান

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ:  ‘সেবার ব্রতে চাকরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম। জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে শনিবার ২ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের চারটি জেলার প্রার্থীদের দ্বিতীয় দিনের কার্যক্রমে ১ হাজার ৬০০-১ হাজার মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়।

জানা যায় , ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের পরিচালনা কমিটির ময়মনসিংহ রেঞ্জের সভাপতি ও ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৩ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে এ নিয়োগ কার্যক্রম। তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে যাচ্ছেন।

নিয়োগ প্রক্রিয়া চলাকােলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ শরিফুর রহমান বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্) মোঃ নুরে আলম বিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (এসপি) আইএসটিসি- নেত্রকোণা জান্নাত আফরোজ, কমান্ড্যান্ট (এসপি) আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ, কমান্ড্যান্ট (এসপি) আইএসটিসি- জামালপুর মোঃ সালাহ উদ্দিন তালুকদার, রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।