Durnitibarta.com
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে নির্মাণাধীন ভবনে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ২, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: রাজধানীর হাজারীবাগ রায়েরবাজার এলাকায় নির্মাণাধীন ভবনে এক ব্যক্তি রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুমূর্ষু অবস্থায় ভবনটির কেয়ারটেকার তাকে হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেয়ারটেকার জসিম উদ্দিন জানান, রায়েরবাজার শেরেবাংলা রোডে মুক্তি সিনেমা হলে পেছনে ১৪৬ নম্বর একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার তিনি। ভবনটি ৮তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। সকালে তিনি যখন ভবনের নিচে কাজ করছিলেন তখন ভবনটির ১তলার বর্ধিত অংশের ছাদের উপরে কিছু একটি পড়ার শব্দ শুনতে পান। দ্রুত ১ম তলার বর্ধিত অংশের উপরে উঠে দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছেন। তখন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জসিম উদ্দিন জানান, তার পরনে ছিল টি-শার্ট, ট্রাউজার ও পায়ে ছিল কেডস। তাকে আগে কখনো দেখেননি এবং ভবনটির নির্মাণ শ্রমিকরাও তাকে কেউই চেনেন না। তিনি কীভাবে, কোথা থেকে সেখানে এসেছেন এবং ভবনটির কয় তলা থেকে পড়ে গেছেন বা কি হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যু বিষয়ে নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে।