Durnitibarta.com
ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলার শিকার চেয়ারম্যান আবদুল খালেক

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২১, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্কঃ কক্সবাজার আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জজ কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি। পরে অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

চেয়ারম্যান খালেক চৌধুরী মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেজপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।
আহত চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, পেশাগত কাজ শেষে আমি জজ কোর্ট থেকে ফিরছিলাম। এ সময় এবি পার্টি জেলার সাবেক নেতা মহেশখালীর মৌলভীকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে অ্যাডভোকেট  নুরুল ইসলাম অতর্কিতভাবে আমার গতিরোধ করে শার্টের কলার ধরে চোর চোর বলে হামলা চালায়। এ সময় হামলায় অংশ নেয়া নাছির উদ্দিন হত্যা মামলার আসামি মুকবেকী খুশিয়ার পাড়া এলাকার মৃত আছদ আলীর ছেলে নুরুল হক, সিরাজুল ইসলাম প্রকাশ সিরু ডাকাত, নুরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল কাশেম আমাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি মারতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য আইনজীবীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা সেবা শেষে আমি আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছি।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলামের সাথে আমার পূর্বশত্রুতা ছিল। আজ সুযোগ বুঝে তারা আমাকে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান চেয়ারম্যান খালেক।
জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম বলেন, আমিও শুনেছি কিছু লোক চেয়ারম্যান আব্দুল খালেককে হামলা করেছে। তাকে হামলার বিষয়টি আমি জানিও না। আমার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ আনছেন। অথচ ঐ সময় আমি চেম্বারে ছিলাম।
জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, বিষয়টি আমি শুনেছি লিখিত অভিযোগ পলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।