Durnitibarta.com
ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নারীর গলাকাটা মরদেহ

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২০, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:  চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে অঞ্জলী পরামাণিক (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলা ও ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

নিহত অঞ্জলী পরামাণিক দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার গণেশ পরামাণিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিহতের স্বামী পেশায় নাপিত। তিনি সকালে তার কর্মস্থলে চলে যান। পরে বেলা ১১টার দিকে পাশের মাথাভাঙ্গা নদী থেকে গোসল করে বাড়ি আসেন অঞ্জলী পরামাণিক। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, নিজ বাড়িতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, নিহতের গলা ও ঘাড়ে দুটি ক্ষত রয়েছে।