Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা হাসনাত-সারজিসের

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৬, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:  ‘ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

ফেসবুকে পোস্টে তারা লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

এর আগে গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওইদিনই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।