বার্তা ডেস্ক, ময়মনসিংহ: ময়মনসিংহ তাঁতী দল নেতা আলামিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতী দল ময়মনসিংহ দক্ষিন জেলা শাখা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সানকিপাড়া তিনকোনা পুকুড়পাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
জাতীয়তাবাদী তাঁতী দল ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার সভাপতি ডা. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতী দল ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান কাঞ্চন, কতোয়ালী থানা তাঁতী দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সোমবার সকাল থেকে বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে জড়ো হয়। পরে সকাল ১১ টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে হামলায় আহত ময়মনসিংহ কতোয়ালী থানা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আল আমিনকে দেখতে তার বাসায় যায়। আল আমিনকে দেখে তার চিকিৎসার জন্য তাঁতী দলের পক্ষ থেকে আর্থিক সহেযোগীতা করেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। পরে কেন্দ্রীয় নির্দেশনায় নগরীর বিভিন্ন পয়েন্টে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে ময়মনসিংহ কতোয়ালী থানা, গফরগাও, ভালুকা, মুক্তাগাছা, ফুলবাড়িয়া উপজেলা ও পৌর তাঁতী দল কমিটির নেতাকর্মীসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামী লীগের হামলায় আহত হয় ময়মনসিংহ কতোয়ালী থানা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আল আমিন। হামলায় তার ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।