Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন দমাতে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই আ’লীগ নেতা কারাগারে

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১০, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক, ময়মনসিংহ: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে লাইসেন্স করা শটগান নিয়ে মহড়া দেওয়া আওয়ামী লীগ নেতা শাহজালাল হৃদয়কে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক রওশন জাহান শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মো. শাহজালাল হৃদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। গত ৪ আগস্ট ময়মনসিংহে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা শাহজালাল নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হাতে শটগান নিয়ে তার তৎপরতা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।