Durnitibarta.com
ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৯, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দপ্তর।

জানা গেছে, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।