Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মহিলা এমপি শিউলীর ৮দিনের রিমান্ড

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৮, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: সংরক্ষিত মহিলা আসনের (৩১২) সাবেক সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। গত রোববার রাতে ডিবি পুলিশ ঢাকার গুলশান নিকেতন এলাকার নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে কমিশনারের কার্যালয়ে নিয়ে যান।

সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন সরাইল থানা পুলিশ। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে রোববার রাতে শিউলী আজাদকে ঢাকা থেকে সরাইল থানায় নিয়ে আসেন লিটন হত্যা মামলার বাদী এস আই আবদুর রহমান খান পাঠান।

পুলিশ, মামলা ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩ সেপ্টেবর সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা সুলতান উদ্দিন নামের এক ব্যক্তি। ওই মামলার ৪ নম্বর আসামি সাবেক মহিলা এমপি শিউলী আজাদ।

২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে হেফাজতের শান্তি পূর্ণ কর্মসূচিতে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের নোয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাবেক তিন এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আসামি ৩০০ জন। রোববার রাতে শিউলী আজাদকে আটকের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই রাতেই সরাইল থানার পুলিশ ঢাকা থেকে শিউলী আজাদকে নিয়ে সোমবার ভোরে নিয়ে আসেন সরাইল থানায়। স্থানীয় লোকজনের ঘুম ভাঙ্গার আগেই থানার কাজ সম্পন্ন করে তাকে আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

সোমবার দুপুরের (পোনে ১২টার) দিকে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। প্রায় আধা ঘন্টা আদালতে দাঁড়িয়ে থাকতে হয় সানেক এমপি শিউলী আজাদকে। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।