বার্তা ডেস্ক: লালমনিরহাটে ওএসডি হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার না করলে রংপুরে ব্লকেড ও জেলা প্রশাসন কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
ওএসডি হওয়ার পর সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি বলেন, ‘আই্ম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে ওএসডি কর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।