Durnitibarta.com
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মায়ের হাতে প্রাণ গেলো শিশু মেয়ের

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৫, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, জাহাঈীর আলম: ময়মনসিংহের ভালুকায় নিজের শিশু মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে কেয়া চক্রবর্তী (৪০) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সাদিক টাওয়ারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আটক কেয়া চক্রবর্তী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসঞ্জিত চক্রবর্তীর স্ত্রী। তারা সাদিক টাওয়ারের বাসার ভাড়াটিয়া। নিহত শিশুর নাম কৃত্তিকা চক্রবর্তী (৮)। সে স্থানীয় শাহীন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর। তিনি জানান, শুক্রবার সকালে স্কয়ার ঔষধ কোম্পানির কাজে বাসা থেকে বের হন প্রসঞ্জিত চক্রবর্তী। কেয়া চক্রবর্তীর ছোট ভাই অলক চক্রবর্তী দুপুরে তাঁর বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। বাইরে থেকে ডেকে দরজা খোলতে না পেড়ে তিনি থানায় খবর দেন। সন্ধ্যা সাতটার দিকে পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কৃত্তিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে।

অলক চক্রবর্তী জানান, আমার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিভাবে এ ঘটনা ঘটেছে আমি কিছুই বলতে পারবো না। তিনি অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখা যায় শিশুটির মরদেহ পড়ে আছে। কিভাবে মারা গেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। নিহতের মরূবক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।