Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত-৩

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৪, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মানিক, ময়মনসিংহ: জামালপুর শহরের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী শিক্ষকসহ তিন জনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আর দুইজন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোঃ আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।