Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ছাত্রলীগ কর্মী হত্যা: সমন্বয়কের পদ থেকে লাবিবকে অব্যাহতি

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান লাবিবকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাবির সমন্বয়কদের পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহনের অভিযোগ থাকায় আহসান লাবিবকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে।

তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে। ’
এদিকে, জাবির ‍সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুতে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটক ছাত্রলীগ নেতার নাম হাবিবুর রহমান হাবিব। সে ধামরাই পৌর এলাকার মোকামটোলা মহল্লার মো. লাবু খানের ছেলে এবং ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।

এর আগে, গত বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করে। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেক দফা গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৪৪) দায়ের করেছেন।

নিহত শামীম সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাসের বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা (ছিনতাই, অস্ত্র, মাদক) রয়েছে।