Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

প্রতিবেদক
Mym Office
জুন ২১, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের নান্দাইলে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (২১ জুন) সকালে র‌্যাব-১৪ এর  একটি আভিযানিক টিম  নান্দাইল চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকার ও ৫২ কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৪)  নামের মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-১৪ এর  একটি আভিযানিক টিম  নান্দাইল চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার থামালে প্রাইভেটকারের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত প্রাইভেটকার চালক গাজীপুর সিটির ভাওরাইদ গ্রামের নাসির হাওলাদারের ছেলে সুজন।

পরে আটককৃত প্রাইভেটকারের চালক মাদক ব্যবসায়ী  সুজন মিয়ার দেখানো মতে উক্ত প্রাইভেটকারের পিছনের বক্স থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব কর্তৃক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী সুজন মিয়ার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।