বিশেষ প্রতিনিধি : ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সেশনের ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২২ মার্চ শুক্রবার বিকেলে ময়মনসিংহ শহরে সি কে ঘোষ রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টে কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
দৈনিক ভোরের আকাশ পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান তরফদারকে সভাপতি ও এশিয়ান টেলিভিশন ভালুকা উপজেলার প্রতিনিধি কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি খলিলুর রহমান খান জুয়েল (ডেইলি প্রেজেন্ট টাইম), তাজুল ইসলাম তালুকদার (অপরাধ চিত্র), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক ভোরের আকাশ) সাইফুল ইসলাম (সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র), সাংগঠনিক সম্পাদক মানিক খান (দৈনিক ভোরের অপেক্ষা) সহ সাংগঠনিক সম্পাদক শিপন রানা (দৈনিক আলোকিত সকাল) আজাহারুল ইসলাম (দৈনিক ভোরের চেতনা), সদস্য সাইফুল ইসলাম (দৈনিক মাতৃ জগত), আলম পালোয়ান (দৈনিক নয়া বঙ্গ বাজার), বুলবুল আহম্মেদ (দৈনিক নতুন বাজার), সোহেল রানা (দৈনিক মাতৃ জগত), রিফাত (দৈনিক গ্রাম বাংলার সংবাদ)।