আবদুল কাদির :
ময়মনসিংহের গৌরীপুরে তল্লাশি চৌকি পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে র্যাব-১৪।
রোববার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আন্চলিক মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার হোটেল শাহ পরান এর সামনে এই ঘটনা ঘটে।
আটককৃত মাদক কারবারিরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমির মোঃ আব্দুল বারেক ওরফে মোহাম্মদ আলীর ছেলে মোঃ মুন্না ওরফে সুজন (২০), বুড়িচং থানার রাজাপুর গ্রামের প্রমুত কর্মকারের ছেলে অপু কর্মকার (২১) ও একই থানার উত্তর গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে মোঃ সাগর (২১)।
র্যাব-১৪,ময়মনসিংহ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার শাহ পরান হোটেলের সামনের পাকা রাস্তায় র্যাব-১৪ এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি পরিচালনা করে। এ সময় পিকআপ ভ্যানটিকে সংকেত দিলে চেকপোস্টের সামনে এসে পিকআপ ভ্যানটি থামায়। স্থানীয় লোকজনের সহায়তায় র্যাব-১৪ পিকআপ ভ্যানটি তল্লাশি চালায় ও পিকআপ ভ্যানের মধ্যে রক্ষিত বাঁশের ডালির ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা খাঁকী রংয়ের কসটেপ মোড়ানো ২ কেজি করে ১৫ টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, তাদের সাথে থাকা নগদ ১০ হাজার ৪শ ৭০ টাকা উদ্ধার ও ১টি পিকআপ ভ্যান জব্দ করে।
র্যাবের সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদককারবারিরা প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।তিনি আরো জানান, ধৃত মাদককারবারিরা কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। মাদককারবারিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক উদ্ধারকৃত ও জব্দকৃত আলামতসহ মাদককারবারিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন।