Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হিরণ গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
জানুয়ারি ৫, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আল ইমরানঃ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার সন্ধ্যায় পৌরসহরের উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানাযায়, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ আজ সন্ধ্যায় গৌরীপুর উত্তর বাজার এলাকায় লিফলেট বিতরণ করে। বিতরণ শেষ করে বাসায় ফেরায় পথে তাকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন  ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন চন্দ্র রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। বিএনপিসহ সমমানা দলগুলো নির্বাচনে অংশ গ্রহণ করে নাই। বিএনপি সহ সকল অংশ গ্রহন না করা দল গুলো শুরু থেকেই শান্তি পূর্ণ আন্দোলন করে আসছে।