Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সুমনের প্রচারে কোণঠাসা অপর প্রার্থীরা

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহ-৮ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমনকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে স্বতন্ত্র এ প্রার্থীর দাপুটে প্রচারে অনেকটাই কোণঠাসা অপর প্রার্থীরা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, সুমনের দিকেই বাড়ছে জনসমর্থন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন। সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন ঈগল প্রতীকের এ প্রার্থী।

উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে প্রতিদিনই এমপি পদপ্রার্থী সুমনের সমর্থনে পথসভা, কর্মী সমাবেশ হচ্ছে। এসব কর্মসূচিতে সর্বস্তরের হাজার-হাজার জনতা অংশ নিচ্ছেন।

গণসংযোগে জনতার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন মাহমুদ হাসান সুমন। তিনি এমপি নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জকে স্মার্ট ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

প্রত্যন্ত এলাকায়ও গণসংযোগের সময় হাজারো মানুষ সুমনকে দেখতে ছুটে আসেন। এসময় তারা ঈগল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সুমন ভোটারদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার সব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।

প্রচারের ৮ম দিনে তারুন্দিয়া ইউনিয়নের স্থানীয় জনতা মাহমুদ হাসান সুমনের ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে গোটা এলাকা। ‘৭ জানুয়ারি সারাদিন ঈগল মার্কায় ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

স্থানীয়রা বলছেন, গত নির্বাচনে নির্বাচিত এমপি এলাকার কোনো উন্নয়ন করেননি। এমনকি এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় তার চেহারাও দেখেননি। তাই এবার তারা ময়মনসিংহ-৮ আসনের জনগণের নেতা মাহমুদ হাসান সুমনকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তারুন্দিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপ‌তি আফাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন , ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপ‌তি মোশারফ হো‌সেন মাস্টার, ম‌জিবুর রহমান বাচ্চু, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলীগের সদস্য রফিকুল ইসলাম র‌ফিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হা‌নিফ, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হে‌লিম, তারু‌ন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠ‌নিক সম্পাদক হা‌বিবুর রহমান, তারু‌ন্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপ‌তি ফ‌রিদ খাঁন, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সভাপ‌তি সোহেল রানা, দেলোয়ার হো‌সেন, তৌ‌হিদুল ইসলাম, ম‌নির হো‌সেন মামুন প্রমুখ। এসময় ইউনিয়নের সর্বস্তরের জনতা ঈগল মার্কাকে সমর্থন জানিয়ে মিছিল সহকারে এ পথসভায় অংশ নেন।

ভোটের মাঠে নামার পর থেকে ২ বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের পক্ষে প্রতিদিনই গণজোয়ার তৈরি হচ্ছে। ১১ টি ইউনিয়নের একের পর এক স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর পক্ষে কাজ করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন  ক্লিন ইমেজ, জনসমর্থন আর সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাসহ সব দিকেই এগিয়ে রয়েছেন। গত ১০ বছর ধরে উপজেলায় নানান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে হেভিওয়েট প্রার্থী মাহমুদ হাসান সুমনই এমপি নির্বাচিত হবেন বলে স্থানীয়রা মনে করছেন।