অনলাইন ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের চ্যাংপিং জেলায় দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক, যাদের মধ্যে ১০০ জনের অবস্থা গুরুতর। সংবাদ সংস্থা এপি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দুটি পাতাল রেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
চীনের সাবওয়েতে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। শুক্রবার এক বিবৃতিতে শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড তুষারঝড়ের কারণে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে সামনের রেলটির স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। পেছন থেকে আসা অপর রেলটি অবতরণ বিভাগে ছিল। সময়মতো সেটি ব্রেক করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।
বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে শহরটিতে কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে পাশাপাশি বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে রাতারাতি তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সড়ক চলাচলে, তীব্র শীত ও আরও তুষারপাতের সতর্কতা জারি অব্যাহত রয়েছে।