আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া: ময়মনসিংহ ধোবাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ধোবাউড়া উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। সভায় সভাপতিত্ব করেন জনাব অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দু্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মার্শেল চিছাম, সভায় প্রতিবেদন পাঠ করেন সম্মানিত সদস্য শামসুল হক মৃধা। উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন ,সম্মানিত সদস্য মীর মোঃ আশরাফউদ্দীন , সরলা রেমা, উষা চাম্বুগং প্রমূখ।