আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া।। ময়মনসিংহ ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮অক্টোবর বুধবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেন করেন উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা এবং পল্লী বিদ্যুতের উদ্যোগে পুষ্পস্থবক অর্পন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন,সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, প্রকৌশলী আবু বকর সিদ্দিক,শিক্ষা অফিসার জহির উদ্দিন প্রমূখ।