বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বেলা ১১ টার দিকে ইপিআই মাসিক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় মসিকের ইপিআই কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে আলোচনা হয়।
এ বছর ৯ হাজার ২৫২ জন শিশু এবং ১৫ হাজার ২৬৪ জন নারীকে ইপিআই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে মসিকের এবং জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৩ এ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে মসিক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।
এ সময় মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।