বিশেষ প্রতিনিধি।। দৈনিক বসুন্ধরা’ পত্রিকার ময়মনসিংহ বিভাগের ব্যুরো চীফ, নেত্রকোনা দত্ত হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শামীম তালুকদারকে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত করা হয়। ৪ অক্টোবর বুধবার বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ফরিদ খান তার ফেসবুক ওয়ালে এ ঘোষনা করেন।
জানা যায়, তিনি বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সিনিয়র সাংবাদিক শামীম খানকে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত করায়, তিনি বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ফরিদ খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান।
এসময় তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারি সেজন্য সকল সাংবাদিকবৃন্দ সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।