আবদুল কাদির :
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে রবিবার(১৭ সেপ্টেম্বর)কীট প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পপুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম উক্ত কীট প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ রায়হানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),ফাল্গুনী নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম,এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)শাহীনুল ইসলাম ফকির।
উক্ত কীট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উত্তম পোষাকে সরকারী সরবরাহকৃত সকল মালামাল নিয়ে অংশগ্রহণ করে।এ সময় পুলিশ সুপার অংশগ্রহণকারী সকলের সরকারী ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে নির্দেশনা প্রধান করেন। পুলিশ সুপার অত্র ইউনিটের সকল পুলিশ সদস্যদেরকে তাদের প্রাপ্যতা অনুযায়ী মালামাল ক্লোথিং স্টোর হতে সংগ্রহ করতে বলেন এবং ওসি, ক্লোথিং স্টোরকে স্টোরে মজুদ ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী সকল মালামাল সঠিক বন্টনের নির্দেশ দেন।