বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। মঙ্গলবার বিকেলে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের ফতেনগর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আঠারবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন প্রমুখ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভূইঁয়া রুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওলিউল্লাহ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান গনি ভূইয়া হীরা, সাবেক সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, উপজেলা যুবমহিলা লীগ সভাপতি শিউলি আক্তার, পৌর যুবমহিলা লীগ সাধারণ সম্পাদক রিফাত জাহানসহ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধারণ। এছাড়াও উক্ত সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।