বার্তা ডেস্ক।। ‘প্রক্সি চুক্তির’ টাকা আদায় করতে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়ের কক্ষ সিলগালা করেছে হল প্রশাসন। সিলগালার পাশাপাশি দরজার মধ্যে কারণ জানিয়ে নোটিশও ঝুলিয়ে দেয় প্রশাসন।
২১ আগস্ট হল প্রশাসনের ৯৯তম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান হল প্রাধ্যক্ষ ড. রুহুল আমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রশাসনের ৯৯তম জরুরি সভায় ২৫২ নম্বর কক্ষে বহিরাগত অবস্থান করে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকায় কক্ষটি সাময়িকভাবে সিলগালার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ ড. রুহুল আমিন বলেন, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এতদিন ওই রুমটি তন্ময়র দখলে ছিল। আমরা কয়েকবার তাকে বের করে দিয়েছি তবুও সে ওই রুম দখল করেছে। পরে আমরা হল প্রশাসনের ৯৯তম সভায় আলোচনা করে আমরা রুমটিকে সিলগালা করে দেই। তালার সঙ্গে একটি নোটিশও ঝুলিয়ে রাখি।
সিলগালা খুলে রুমটি সাধারণ শিক্ষার্থীদের বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সাময়িকভাবে ওই রুমটিকে সিলগালা করেছি। কিছুদিন সিলগালা থাকার পর রুমে তালা খুলে দিয়ে অন্য শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হবে।
শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সই করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। ১৮ আগস্ট ভর্তি জালিয়াতি ও প্রক্সি দিয়ে ভর্তি হতে আসা এক ভর্তিচ্ছুকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা হয়।
বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।