Durnitibarta.com
ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে আ’লীগের শোকসভা ও গণভোজ

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১২, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।। শোকাবহ আগষ্টে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪নং আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আঠারবাড়ি গোহাটায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মোঃ সাফির উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বক্তব্য দেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন ভূঁইয়া, এ কে এম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, মাসুদ হাসান তূর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য শাহ মঞ্জুরুল হক, আঠারোবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রূপক, উপজেলা সেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য-সচিব কাজী জিয়াউল হক শুভ্র প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে।