Durnitibarta.com
ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Mym Office
জুলাই ৩০, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। রবিবার বিকেলে পৌর শহরের থানা রোডস্থ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের বাসভবন থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মিছিল শেষে বিজয় ৭১ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, যুবনেতা রফিকুল ইসলাম রুবেল, আতাউল করিম উজ্জল, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান স্বপন, খান রাজিব, মুজিবুর রহমান, মিজানুর রহমান, মঞ্জুর মুর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওলিউল্লাহ রাসেলসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে সুমন বলেন, ‘বিএনপি-জামায়াতের অপকর্মে রুখে দিতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপি যদি আন্দোলন ও অবস্থান কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করে তাহলে বিএনপিকে ঘরে তুলে দেওয়া হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।