বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: সাম্প্রতিক অনলাইন জুয়া দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ দেশে যে আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাসিনো গড়ে উঠেছে তা প্রায় অজানাই ছিল। বিশ্বের অনেক দেশে ক্যাসিনো বৈধ, কিন্তু বাংলাদেশে পুরোপুরি অবৈধ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বত্র মোবাইলে মোবাইলে চলছে জমজমাট জুয়া। এতে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজ। এ উপজেলার যুবসমাজ রক্ষায় অগ্রগামী ভূমিকা পালন করছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান। সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছেন ১৯ জুয়ারিসহ ৪৫ জনকে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজার ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে চলছে এসব জুয়া। সচেতন নাগরিকরা মনে করছে এর ফলে ছাত্র ও যুবসমাজ নষ্টের পথে যাচ্ছে। এসব জুয়াকে এখনই বন্ধ না করলে বিপথগামী হবে যুবসমাজ।
এদিকে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিংসহ অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের নেতৃত্বে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গত ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চলমান বিশেষ অভিযানে হত্যা মামলা, মাদক, জুয়াসহ নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। তাদের মধ্যে জুয়া আইনে ১৯ জন, হত্যা মামলায় ১জন, মাদক মামলায় ৩ জন, চুরির মামলায় ৬জন, ৩৪ ধারায় ১১জন ও নিয়মিত মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য সহ একটি আর ওয়ান ফাইভ মোটর বাইক।
জুয়া ও অপরাধ নির্মূলে ওসি মোস্তাছিনুর রহমানের তৎপরতায় মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। পাশাপাশি নানা উদ্যোগ আর সাফল্যে প্রশংসায় ভাসছেন ওসি মোস্তাছিন। ইতোমধ্যেই নিজের ব্যক্তিগত নানা উদ্যোগে তিনি জনগণের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।
২০২২ সালের ১১ মে বুধবার ওসি হিসেবে ঈশ্বরগঞ্জ থানায় যোগদান করেন পি,এস,এম, মোস্তাছিনুর রহমান পিপিএম সেবা। বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের সাহসী, দক্ষ, বিচক্ষণ পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার এক সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা গর্বিত বাবার গর্বিত সন্তান। তিনি ওসি হিসেবে শেরপুরের শ্রীবরদী থানা, জামালপুরের বকশীগঞ্জ থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানায় দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি শ্রীবরদীতে ওসি হিসেবে দীর্ঘ ৩ বছর দায়ি়ত্ব পালনকালে সীমান্তবর্তী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভায় ২০ বারের অধিক জেলার সেরা ওসি হিসেবে মনোনীত হন ।
ওসি মোস্তাছিনুর রহমান জানান, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী, আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে় আনা। আমার কাছে ধনী-গরীব, রিক্সাচালকসহ সব শ্রেণী-পেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার, জনতা পুলিশের” আমি এই শ্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাবো।