Durnitibarta.com
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিবেদক
Mym Office
এপ্রিল ৯, ২০২৩ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুন্দিয়া ইউপির সাকুয়া গ্রামে আব্দুর রাজ্জাক খান (৭০) নিজ ঘরের আঁড়ার সাথে শুক্রবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

জানা যায়, ৩ যুগের অধিক সময় ধরে সে কোণাপাড়া বাজারে চা-বিক্রি করে আসছিলো। ইতোমধ্যে তার চোখে অসুখ দেখা দেওয়ায় চেয়ারম্যানসহ স্থানীয় লোকদের আর্থিক সহায়তায় চোখের অপারেশন করেন। অপারেশনের পরে নিয়মিত ঔষধ সেবন না করায় তার চোখের ব্যাথা আরো তীব্র আকার ধারণ করে। এতে সে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে ফাঁস নেন বলে স্থানীয়দের ধারনা।

ঘটনার দিন তার বাড়িতে স্ত্রী ছাড়া পরিবারের আর কেউ ছিলো না। সেহেরির সময় স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে জড়ো হয়। পরে ঈশ্বরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নামায়।

ওই ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা জানান, একমাস পূর্বে তার চোখের অপারেশনের জন্য আমি ব্যাক্তিগত ভাবে ১২ হাজার ও স্থানীয়দের কাছ থেকে ৫ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলাম।

থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।