Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা

প্রতিবেদক
Mym Office
মার্চ ৩১, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি :

সিলেটে বিএনপির কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২ টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার (০১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি।

কর্মসূচির আগের দিন বলছে এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারতো, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যে  কোনো মূ্েল্য শহীদ মিনারে কর্মসূচি হবে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচীর আয়োজন করতে পারে।