Durnitibarta.com
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
Mym Office
মার্চ ২৬, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে বিকাল তিনটার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, শুভ্রদেব শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। তবে এব্যাপারে কোন মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছেনা বলে জানান ওসি।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনা পিস্তল। বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে তার ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছেন। জাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোষ্ট করেছেন। এরপর নানাজন নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছেন।