Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এবার গণভবনে ইফতার পার্টির আয়োজন থাকছে না 

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২৪, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান।

সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনও ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

তিনি আরও জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছতাসাধন করবেন।

সাধারণত প্রধানমন্ত্রী প্রতি রমজান মাসেই গণভবনে এতিম, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে ইফতার পার্টির আয়োজন করে থাকেন।