Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরখাস্ত হলেন,খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দিতে টাকা নেওয়া গৌরীপুরের সেই ইউপি সদস্য

প্রতিবেদক
Editor
মার্চ ৬, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় মোঃ আবু বক্কর সিদ্দিক নামে এক ইউপিঃ সদস্যকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। একই সাথে আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত ইউপি সদস্য মো. আবু বক্কর সিদ্দিক ২ নম্বর গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত বছরের ২১ আগস্ট “গৌরীপুরে ১০ টাকা কেজি চালের কার্ড নবায়ন করতে লাগছে ৫০০ টাকা”
“এমন শিরোনামে দুর্নীতি বার্তা ডটকম এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯- এর ৩৪ (খ) (ঘ) ধারা অনুযায়ী ময়মনসিংহ জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।
পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বরখাস্থ ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, কাগজ পেয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করব।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী সাংবাদিক দের বলেন, আদেশটি তিনদিন আগে হাতে পেয়েছি। শুনেছি,ওই ইউপিঃ সদস্য আপিল করবেন।প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও ফৌজিয়া নাজনীন।