নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী-বিতর্কিত বিষয়বস্তু বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার বিকেলে মিছিলটি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, আঠারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইদুর রহমান, মাইজবাগ ইউনিয়ন শাখার সভাপতি জহিরুল ইসলাম আফেন্দী, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসলাম ও মানবতার দুশমন সাম্রাজ্যবাদীর এদেশীয় দালালরা ইসলামকে বার বার আক্রমনের লক্ষ্যস্থলে পরিণত করেছে। তারা বার বার ইসলাম, আল্লাহ-রাসূল (সা.) হিজাব নিয়ে কটুক্তি করতে একটুও দ্বিধা করে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চালাচ্ছে। নাস্তিক-মুরতাদরা সরকার এবং দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই পরিকল্পিতভাবে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠছে।