ডেস্ক নিউজ:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ১২ দিনের মধ্যে তিনটি ঘটনায় চার রোহিঙ্গা নাগরিক খুন হয়েছেন। এছাড়া আরও একটি ঘটনায় একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।
জানা যায়, সর্বশেষ বুধবার ভোরে বালুখালী ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে দুর্বৃত্তরা গুলি চালিয়ে এক রোহিঙ্গা শরণার্থীকে হত্যা করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০-এর এফ-৩৪-এর আব্দুল গফুরের ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বুধবার ভোরে ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি করে। এতে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।’
তিনি জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিক। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভেতরে ছয়-সাত জন দৃর্বুত্ত ওই রোহিঙ্গাকে গুলি করে।
সালাম কুতুপালং ক্যাম্প-২ পূর্ব ডি-৬ ব্লকের আব্দুর রশিদের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝি (প্রধান নেতা) বলে জানা গেছে।
১৪ এপিবিএন সূত্র জানিয়েছে, মোহাম্মদ সালামকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীরা এক যুবককে আনুমানিক ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তার পিঠে ও হাতে গুলি লেগে গুরুতর জখম হয়। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এর আগে ১৮ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামে এক রোহিঙ্গাকে গলা কেটে এবং গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সৈয়দ হোসেন ওই ক্যাম্পের ব্লক-এ/১০-এর মৃত জমিল হোসেনের ছেলে।
ক্যাম্প-১৯-এ একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের একটি দুর্বৃত্তর দল সৈয়দ হোসেনের ওপর আকস্মিকভাবে হামলা করে। ধারালো ছুরি দিয়ে তার গলাকেটে এবং গুলি করে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এরও আগে ১৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার বালুখালী ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন (৩৮)।
নিহত ইউনুস ক্যাম্প-১৩-এর মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। তিনি ওই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি ছিলেন।
মাঝি আনোয়ার (৩৮) ওই ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে। ঘটনার দিন জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।
জানা যায়, ১৫ অক্টোবর সন্ধ্যায় ১৫-২০ জন দুর্বৃত্ত ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে হেড মাঝি আনোয়ারকে হত্যা করে। মৌলভী মো. ইউনুসকে ক্যাম্প-১৯-এর ব্লক-এ/১৮-এর একটি দোকানের সামনে হত্যা করা হয়।